কেমন নির্বাচন চায় যুক্তরাষ্ট্র জানালেন সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘নির্বাচন নিয়ে বারবার একটাই কথা তারা (মার্কিন প্রতিনিধি দল) বলেছেন, ফ্রি ফেয়ার ইলেকশন (অর্থাৎ অবাধ ও সুষ্ঠু নির্বাচন)।’
বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে গুলশান ২ নিজ বাসায় মার্কিন প্রতিনিধি দলের নৈশভোজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
সালমান এফ রহমান বলেন, ‘নির্বাচন নিয়ে বারবার একটাই কথা তারা বলেছেন, ফ্রি ফেয়ার ইলেকশন (অর্থাৎ অবাধ ও সুষ্ঠু নির্বাচন)। ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশন (অর্থাৎ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন)। এর বাইরে তারা কিন্তু নির্বাচন নিয়ে কোনো কথা বলে নাই। ‘
0
.jpg)