রাঙ্গামাটিয়া ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছেন অধ্যক্ষ মু কামরুল হাসান মিলন
ফুলবাড়ীয়া উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৯শে জুলাই শনিবার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের সামনে সকাল ১০ টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন স্বদেশ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও ফুলবাড়ীয়া হেলথ কেয়ার লিমিটেড এর চেয়ারম্যান অধ্যক্ষ মু কামরুল হাসান মিলন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,রোগ মানুষের স্বাভাবিক জীবনকে মারাত্মকভাবে ব্যহত করে অসহায় করে তোলে। দূর্দশাগ্রস্ত দরিদ্র রোগীদের জন্য অসুস্থতা বিষয়টি চরম অসহনীয়। রোগগ্রস্ত দরিদ্র মানুষকে তাদের মৌলিক অধিকার চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের গুরুত্ব ও কার্যকারিতা অপরিসীম।
এ
অঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম চলমান থাকবে।আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বলেন , স্বদেশ হাসপাতাল ময়মনসিংহের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের এ উদ্যোগ প্রশংসনীয়।আমার ইউনিয়নের অসহায়, গরীব রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।আমি প্রত্যাশা করি তারা এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মানবিক কাজ চলমান রাখবে।
মেডিকেল ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ ডাক্তার ও গাইনী বিশেষজ্ঞ ডাক্তার দুইশত পঞ্চাশের অধিক রোগী দেখেন বলে জানান হেলথ্ ক্যাম্পের সমন্বয়ক মোঃ আব্দুল্লাহ।
এ অঞ্চলের গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে স্বদেশ হাসপাতাল প্রাঃ লিঃ ও ফুলবাড়ীয়া হেলথ কেয়ার লিমিটেড এর সার্বিক সহযোগিতায় ফুলবাড়ীয়া উপজেলার সামাজিক সেচ্ছাসেবী সংগঠন "তারুণ্যের ফুলবাড়ীয়া" এ ফ্রি হেলথ ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন।
.jpg)