ময়মনসিংহ প্রেসক্লাবে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী ও নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময়

ময়মনসিংহ প্রেসক্লাবে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী ও নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় :
আজ বৃহস্পতিবার দুপুর ২.০০ টায় ময়মনসিংহ প্রেসক্লাবে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী ও নেতৃবৃন্দের সাথে জামায়াতের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভার আয়োজন ও পরিচালনা করেন প্রসক্লাবের সাধারণ সম্পাদক অমিত সাহা। হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রঞ্জনের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেম ময়মনসিংহ জেলা আমীর মো: আব্দুল করিম, মহানগর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল , জেলা নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, মহানগর সেক্রটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, জেলা সেক্রটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর সহকারী সেক্রটারি মাহবুবুল হাসান শামীম, মহানগর সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক আল হেলাল তালুকদার।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী ও ধর্মীয় নেতৃবৃন্দ।
.jpg)