ওডিআই বোলারদের র্যাংকিংয়ে সেরা দশে সাকিব

চট্টগ্রামে এই সিরিজে মাঠে নামার আগে সাকিব আল হাসান র্যাংকিংয়ের ১৩ নম্বরে অবস্থান করছিলেন। ওয়ানডে সিরিজে ৪ উইকেট নেওয়া সাকিব তিন ধাপ এগিয়ে এখন র্যাংকিংয়ের ১০ নম্বরে। তবে সাকিব এগোলেও দুই ধাপ পিছিয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। বর্তমান সেরা ২০ এর বাইরে ২২ নম্বরে অবস্থান এই বাঁহাতি পেসারের।
এদিকে সিরিজের প্রথম দুই ম্যাচে সুযোগ না পেলেও তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে দলকে জিতিয়েছেন পেসার শরিফুল ইসলাম। তবে তাতেও র্যাংকিংয়ের সেরা ১০০'তে ঢুকতে পারেননি তিনি। বর্তমানে তার অবস্থান ১০৪ নম্বরে।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাট হাতে খুব একটা ভালো সময় কাটেনি টাইগার কোনো ব্যাটারেরই। তবে বল হাতে বেশ ভালোই সময় কাটিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সিরিজে ৪ উইকেট নিয়ে ওডিআই বোলারদের র্যাংকিংয়ে এগিয়েছেন তিন ধাপ। আর তাতেই র্যাংকিংয়ের সেরা দশে ঢুকে পড়েছেন এই বাঁহাতি স্পিনার।
0
.jpg)