লন্ডনে সুনাক-বাইডেন বৈঠক

জো বাইডেনের সঙ্গে বৈঠকে সুনাক বলেন, আমরা সেই জোটের (ন্যাটো) সবচেয়ে দৃঢ় মিত্র হিসেবে দাঁড়িয়েছি। ইউরো-আটলান্টিক নিরাপত্তা জোরদার করার জন্য আমরা যা করতে পারি সেটাই করতে চাই।
বৈঠকে জো বাইডেন বলেন, ইউকে-মার্কিন সম্পর্ক পাথরের মতো দৃঢ়।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাগানে অনুষ্ঠিত একান্ত বৈঠকে রিশি সুনাক বলেন, আমরা দুই মিত্র দৃঢ়ভাবে একে অন্যের সঙ্গে দাঁড়িয়েছে। আমাদের নাগরিকদের সুবিধার জন্য সহযোগিতা এবং যৌথ অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করব কিভাবে করা যায় তা আমরা বিবেচনা করব।
আগামীকাল মঙ্গলবার (১১ জুলাই) থেকে শুরু লিথুয়ানিয়ায় শুরু হচ্ছে ন্যাটো সম্মেলন। এ সম্মেলনের আগে যুক্তরাজ্য ঘুরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামীকাল ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে সুনাক ও বাইডেনের।
0
.jpg)